পাঁচ শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠাল কুয়েত

Loading...

পাঁচ শতাধিক প্রবাসীকে দেশে ফেরত পাঠাল কুয়েত

আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক ৫৯৬ জন প্রবাসীকে তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

এতে বলা হয়, কুয়েতের জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্স অ্যাফেয়ার্স ইনভেস্টিগেশনের নেতৃত্বে চলা এই অভিযানের লক্ষ্য হলো নিরাপত্তা জোরদার করা এবং সারা দেশে অবৈধ কার্যকলাপ মোকাবিলা করা।

Loading...

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, আইনের প্রতি আনুগত্য নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য আমাদের চলমান প্রচেষ্টার অংশ এই অভিযান।

মাত্র ১৭,৮১৮ বর্গকিলোমিটার আয়তনের কুয়েতের জনসংখ্যা ৪৯ লাখ। এদের অর্ধেকেরও বেশি অভিবাসী।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় আরব বংশোদ্ভূত আদি নাগরিকরা সংখ্যালঘু ও কোণঠাসা অবস্থায় পড়ছেন বলে মনে করছে কুয়েত সরকার।

এই কারণে বিগত কয়েক বছর ধরে সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

itvbd

Loading...

Loading