সৌদির রাজধানী রিয়াদে চালু হচ্ছে প্রথম মেট্রোরেল
Loading...
সৌদির রাজধানী রিয়াদে চালু হচ্ছে প্রথম মেট্রোরেল
সৌদি আরবের রাজধানী রিয়াদে মেট্রোরেল প্রকল্পটি উদ্বোধন করেছেন দেশটির বাদশাহ সালমান। আগামী ১ ডিসেম্বর থকে জনসাধারণের জন্য উন্মুক্ত হবে রিয়াদের প্রথম মেট্রো ব্যবস্থা।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
রিয়াদের গণপরিবহন ব্যবস্থার প্রধান ভিত্তি হতে যাচ্ছে এই মেট্রো ব্যবস্থা। ছয়টি রেল লাইনের নেটওয়ার্ক নিয়ে গড়ে তোলা হচ্ছে রিয়াদ মেট্রো। ১৭৬ কিলোমিটার দীর্ঘ এই নেটওয়ার্কে মোট ৮৫টি স্টেশন থাকবে।
Loading...
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘রিয়াদ গণপরিবহন প্রকল্প বাদশাহ সালমানের দূরদর্শী নেতৃত্বের ফল।’ প্রকল্পটি রিয়াদের বর্তমান ও ভবিষ্যৎ গণপরিবহনের চাহিদা বিবেচনা করে বানানো হয়েছে।
প্রকল্পটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে দেখা হচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশের অর্থনীতি ও জনগণের জীবনযাত্রার মান বদলে দিতে হাতে নেওয়া ‘গিগাপ্রজেক্ট’ এর অধীনে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে সৌদি সরকার।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব বলেন, ‘রিয়াদ মেট্রো প্রকল্প শহরটির প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়াবে।’
Loading...