অবৈধ পাসপোর্টে ১০ বছর বসবাস, ভারতে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

Loading...

অবৈধ পাসপোর্টে ১০ বছর বসবাস, ভারতে বাংলাদেশি দম্পতি গ্রেপ্তার

দীর্ঘ ১০ বছর যাবৎ জাল পরিচয় ব্যবহার করে ফরিদপুরের সিরাজ মুখতার ও তার স্ত্রী হালিমা মুখতার ভারতের উত্তর প্রদেশের আলিগড়ের শাহ কুতুবপুর এলাকা বসবাস করছিলেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তারা জাল পরিচয়পত্র বানিয়ে ভারতীয় পাসপোর্টও তৈরি করেছিলেন। অবশেষে দেশটির উত্তর প্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (এটিএস) হাতে গ্রেপ্তার হয়েছেন এই দম্পতি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।

Loading...

এটিএস-এর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের কাছ থেকে ভারতীয় ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, জন্ম সনদের কপি, একটি সৌদি আইডি, ই-শ্রম কার্ড, কোভিড টিকাদান সনদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ ক্লিয়ারেন্স সনদ ফর্ম এবং ১,২৫০ রুপি উদ্ধার করা হয়েছে।

এটিএস-এর আইজি নিলাব্জা চৌধুরী বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে সিরাজ এবং হালিমা পশ্চিমবঙ্গ হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আলিগড়ে বসবাস শুরু করে। তারা বাসস্থান স্থাপন করতে দালালদের সাহায্য নিয়েছিলেন।”

তিনি আরও বলেন, “একটি দালাল চক্র তাদের জাল নথি তৈরিতে সাহায্য করেছে। তারা এই জাল নথি ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ভারতীয় পাসপোর্ট পাওয়ার জন্য ব্যবহার করেছে। এই দম্পতি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে দুবাই, সৌদি আরব এবং বাংলাদেশে ভ্রমণ করেছে।”

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ের এটিএস থানায় পাসপোর্ট আইন সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে। চক্রটিকে আটক করতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা।

Dhaka Tribune

Loading...

Loading