নিখোঁজ হওয়ায় স্বামীকে ডিভোর্স

Loading...

নিখোঁজ হওয়ায় স্বামীকে ডিভোর্স

ছয় বছর ধরে নিখোঁজ থাকায় স্বামীকে ডিভোর্স দিয়েছেন সৌদি আরবের এক নারী। দেশটির লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দার পার্সোনাল অ্যাফেয়ার্স আদালতে ওই নারী বিবাহ বিচ্ছেদের আবেদন করলে বিচারক তার পক্ষে রায় দেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

সৌদি সংবাদপত্র ওকাজ জানিয়েছে, মামলার আবেদন ওই নারী বলেন— তার স্বামী ছয় বছর আগে কেনাকাটা করতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পাঁচ সন্তানসহ তাকে রেখে গেছেন। তার স্বামীর ফিরে আসার আশা হারিয়ে ফেলেছেন এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি উদ্বিগ্ন।

Loading...

আবেদনে তিনি তার স্বামীর নিখোঁজ হওয়ার প্রমাণও জমা দিয়েছিলেন। সৌদি পুলিশের প্রতিবেদনেও উঠে ওই নারীর স্বামীর নিখোঁজের প্রমাণ।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, ওই নারীর স্বামী কেনাকাটা করতে মার্কেটে যাওয়ার সময় সৌদি বন্দর নগরী জেদ্দার একটি পাড়ায় নিখোঁজ হন এবং পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

নিজের দাবির পক্ষে ওই নারীর স্বামীর পরিবারের দু’জনকে সাক্ষী হিসেবে শুনানিকালে আদালতে নিয়ে এসেছিলেন। তারা আদালতকে জানান, বছরের পর বছর ধরে ওই নারীর স্বামীর অবস্থান অজানা। তিনি তার স্বামীর নিখোঁজ হওয়ার পর থেকে একা বসবাস করছেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এতে ওই নারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান সাক্ষীরা। জবাবে আদালত ওই নারীর বিয়ের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। পরে আপিল আদালতও এ রায় বহাল রাখে।

Loading...

রায়টি কার্যকর হয়েছে এবং এক সপ্তাহ আগে ওই নারী তার বিয়ে বাতিলের একটি নথি পেয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Desh Rupantor

Loading...

Loading