দেশ পরিচালনায় অন্তত ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি
Loading...
দেশ পরিচালনায় অন্তত ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি
আর্থিক রেমিট্যান্সের পাশাপাশি প্রবাসীদের মেধা, রেমিট্যান্স নিশ্চিতকরণ ও দেশ পরিচালনায় অন্তত ১০ শতাংশ প্রবাসী বাংলাদেশি নেওয়ার দাবি জানিয়েছে একটি সংগঠন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রবাসীদের ভোটের অধিকার ও দেশ পরিচালনায় অংশগ্রহণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে প্রবাসী বাংলাদেশি নামের সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
Loading...
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন প্রবাসী বাংলাদেশি ব্যারিস্টার নাজির আহমেদ। তিনি বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দুতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন নিয়মিতভাবে দিনের পর দিন।
মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সফল গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫৩ বছর পর দেশ গড়ার এক সুবর্ণ সুযোগ এসেছে। এই সুযোগ থেকে মোট জনসংখ্যার ১০ শতাংশ বাংলাদেশি, যারা প্রবাসে থাকেন তাদের বঞ্চিত করলে বরং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলেন তিনি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
তিনি আরো বলেন, ‘আশ্চর্যজনক হলেও সত্য যে দেড় কোটি প্রবাসীদের জন্য কোনো সরকারেই প্রবাসী প্রতিনিধি রাখা হয়নি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ গঠন ও সরকার পরিচালনায় প্রবাসীদের আনুপাতিক হারে অন্তত ১০ শতাংশ সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি।’
Loading...
বাংলাদেশের সংবিধানের ৬৬(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী, দ্বৈত নাগরিকরা সংসদ সদস্য হতে পারবেন না। দ্বৈত নাগরিকরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি, এমনকি প্রধান বিচারপতি হতে পারলেও এমপি হওয়ার পথে সাংবিধানিক বাধা ও বৈষম্য রাখার কোনো যুক্তিসংগত কারণ নেই।
সুতরাং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক যারা দ্বৈত-নাগরিকত্ব নিয়েছেন তাদের জন্য সংবিধানের বৈষম্যমূলত ৬৬(২)(গ) অনুচ্ছেদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছি। প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকে যেন ভোট দিতে পারেন এটা তাদের দীর্ঘদিনের দাবি।
Loading...
দুঃখজনক হলেও সত্য যে অতীতের কোন সরকারই এই দাবি পূরণে আন্তরিকতা দেখায়নি। অথচ এই দেড় কোটি প্রবাসী বাংলাদেশের নাগরিক।
তাই আসন্ন জাতীয় নির্বাচনে দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে প্রবাসী সাংবাদিক অলিউল্লাহ নোমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Loading...