সিলেটে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত
Loading...
সিলেটে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত
সিলেটের বালাগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক প্রবাসীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নারীসহ আরও পাঁচজন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
শনিবার দুপুরে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে এ ঘটনা ঘটে বলে বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া জানান।
Loading...
নিহত আব্দুল গফুর (৪৫) ওই গ্রামের সাবেক ইউপি সদস্য প্রয়াত আহমদ আলীর ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী; সম্প্রতি ছুটিতে দেশে আসেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুল গফুরের সঙ্গে একই গ্রামের দিলু মিয়ার বিরোধ চলছিল। শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ওসি ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে আব্দুল গফুর গুরুতর আহত হন। তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত প্রবাসীর পরিবারের সদস্যরা মামলার প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
Loading...