মাত্র ৫শ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া

Loading...

মাত্র ৫শ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী বাংলাদেশি সহ অবৈধ অভিবাসীদের মাত্র ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফেরার সময় বৃদ্ধি করেছে মালয়েশিয়া সরকার। জরিমানা দিয়ে দেশে ফেরার গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আজ ৪৯.০১.৬০০১.০০৬.২০.০৮৫.২০২২ নম্বর স্মারকের এক জরুরী বিজ্ঞপ্তি এবং দেশটির ইমিগ্রেশন বিভাগের আরেক এক নোটিশের মাধ্যমেও এ তথ্য নিশ্চিত করেছে।

Loading...

তবে, এই সময়ের মধ্যে মাইগ্রান্ট রিপার্টিশন প্রোগ্রাম (পিআরএম) এর জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে যেসব প্রবাসী নিবন্ধন করেছেন এবং কোনো কারণবশত এখনও পর্যন্ত ইমিগ্রেশন বিভাগে উপস্থিত হতে পারেননি এমন প্রবাসী আবেদনকারীদের জন্য আগামী ২১ মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

উক্ত নোটিশদ্বয়ে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব অবৈধ প্রবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন বিভাগে উপস্থিত হতে পারেননি শুধু সেসব অবৈধ প্রবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

Loading...

এ কর্মসূচির আওতায় কোনো রকম কাগজপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে, তাদের ৫০০ রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ প্রবাসীদের জন্য জরিমানা দিতে হবে ৩০০ রিঙ্গিত।

তবে যাদের আটক অথবা রিমান্ডে নেওয়া হচ্ছে এবং যাদের সাজা দেওয়া হচ্ছে তারা এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্য হবে না বলেও জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

অবৈধ প্রবাসীরা স্বেচ্ছায় দেশে ফিরতে হলে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করে ইমিগ্রেশন অফিসে তাদের ফ্লাইট টিকিট, বৈধ ভ্রমণ নথি (পাসপোর্ট), পাসপোর্ট না থাকলে স্ব স্ব দেশের দূতাবাস থেকে ইস্যু করা ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইমিগ্রেশন অফিসে আত্মসমর্পণ করতে হবে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এরপর অভিবাসীদের ১৪ দিনের মধ্যে দেশ (মালয়েশিয়া) ত্যাগ করতে হবে।

Loading...

জরিমানা (কম্পাউন্ড) পরিশোধের জন্য সরকার কোনো এজেন্ট নিয়োগ করেনি। শুধু ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা টাচএনগো ই-ওয়ালেটের মতো ইলেকট্রনিক পেমেন্ট গেটওয়েগুলোর মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে বলেও জানায়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

আরও খবর

Mzamin

Loading...

Loading