সৌদি আরবে এবার ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

Loading...

সৌদি আরবে এবার ২২ হাজারের বেশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার

বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে প্রতি সপ্তাহেই সৌদি আরবে গ্রেপ্তার হচ্ছেন প্রবাসীরা। গত সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে এ সময় ২২ হাজার ৫৫৫ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

Loading...

এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১৪ হাজার ২৬০ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অভিযোগে, ৪ হাজার ৯৫৪ জনকে নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ৩৪১ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময়ে ৮১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Loading...

এ ছাড়া সৌদি আরবে বর্তমানে ৩০ হাজার ৯৮৪ জন পুরুষ এবং দুই হাজার ৮৮৭ জন নারীসহ মোট ৩৩ হাজার ৮৭১ জন প্রবাসী বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন। এর আগে গত সপ্তাহেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে।

itvbd

Loading...

Loading