রাশিয়ায় মৃত্যুমুখে আরো ১৮ যুদ্ধদাস
Loading...

রাশিয়ায় মৃত্যুমুখে আরো ১৮ যুদ্ধদাস
ইউরোপের উন্নত দেশে পা ফেললেই ঘুরে যাবে ভাগ্যের চাকা—দালালের এমন প্রলোভনে পড়েন নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের হুমায়ুন কবির। জমি বন্ধক রেখে ১৮ লাখ টাকা তুলে দেন দালালের হাতে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
ভাগ্যবদলের যে স্বপ্ন বুকে নিয়ে দেশ ছেড়েছিলেন, তা স্বপ্নই থেকে গেল। ইউরোপে পা ফেলার আগেই দালালচক্র তাঁকে বিক্রি করে দেয় রাশিয়ায়।
Loading...
সে দেশে গিয়ে তাঁকে বরণ করতে হয় যুদ্ধদাসের জীবন। শেষ পর্যন্ত আর প্রাণে বাঁচতে পারেননি। কালের কণ্ঠের অনুসন্ধানে বেরিয়ে আসে এই নির্মম তথ্য। অনুসন্ধানে জানা গেছে, কবিরের সঙ্গে গিয়েছিলেন তাঁর ভগ্নিপতি রহমত আলী।
তিনিও ইউরোপের স্বপ্নযাত্রী ছিলেন। দালালচক্রের কাছে ‘পণ্য’ হয়ে তিনিও বিক্রি হয়ে যান রাশিয়ার চক্রের কাছে। একইভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। যেকোনো দিন তাঁকেও পাঠানো হবে যুদ্ধের মাঠে।
গত ২৮ জানুয়ারি কালের কণ্ঠে ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এ খবর দেখার পর দেশের বিভিন্ন জেলা থেকে অনেক অভিযোগ আসতে শুরু করে।
Loading...
চার দিন ধরে এসব তথ্য যাচাই-বাছাই করেছে কালের কণ্ঠের অনুসন্ধান বিভাগ। এ পর্যন্ত ছয় জেলার অন্তত ১৮ জন যুদ্ধদাসের বিস্তারিত তথ্য মিলেছে। ভুক্তভোগী কয়েকজনের সঙ্গেও কথা বলেছে কালের কণ্ঠ।
যাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাঁদের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া সম্ভব হয়েছে। ইউরোপের স্বপ্ন দেখা ব্যক্তিরা কিভাবে রাশিয়ায় বিক্রি হয়ে যুদ্ধদাসের জীবন বরণ করে নিয়েছেন, তা সবিস্তারে উঠে এসেছে সবার বক্তব্যে।
Loading...
তাঁদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলায় মানবপাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান।
গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন।
পাচারের রুট সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে দেখা গেছে, প্রাথমিক সমঝোতার পর দিনক্ষণ চূড়ান্ত হয়। এর মধ্যে সম্পন্ন হয়ে যায় আর্থিক লেনদেন। বেশির ভাগ ব্যক্তিকেই বলা হয় পাঠানো হবে ইতালি বা সাইপ্রাস। সৌদি আরবে ওমরাহ ভিসার মধ্য দিয়ে শুরু হয় ইউরোপযাত্রা।
Loading...
তথ্য মতে, সৌদি আরবে ভুক্তভোগীদের এক মাস রাখা হয়। এর মধ্যে রাশিয়ার চক্রের সঙ্গে বেচাকেনার সমঝোতা হয়ে যায়। আকাশপথে রাশিয়ায় পাঠাতে তাঁদের জন্য এক মাস মেয়াদি ভ্রমণ ভিসা ইস্যু করা হয়। তখনো ভুক্তভোগীরা জানতে পারেন না কী নির্মমতা অপেক্ষা করছে তাঁদের সামনে।
ওমরাহ শেষে তাঁদের বিমানে করে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়। এর পরই মূলত তাঁদের জীবনে ধেয়ে আসতে শুরু করে অনিশ্চিত অন্ধকার। বিমানবন্দর থেকে দেড় ঘণ্টার সড়কপথে ট্যাক্সিতে করে তাঁদের নেওয়া হয় ক্যাম্পে।
Loading...
ভুক্তভোগীদের বয়ানে জানা গেছে, ক্যাম্পে নেওয়ার পর ধীরে ধীরে তাঁদের কাছে সব কিছু স্পষ্ট হতে থাকে। ক্যাম্পে নেওয়ার বিষয়ে জানতে চাইলে দালালচক্র তাঁদের জানায়, তাঁদের কেবল আত্মরক্ষার কৌশল রপ্ত করানো হবে।
কিন্তু এক থেকে দেড় মাস সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের। এরপর সড়কপথে বাসে করে নেওয়া হয় রোস্তভ অন ডন এলাকায়। এখানে পৌঁছাতে অন্তত আড়াই দিন লাগে। সেখান থেকে বিভিন্ন এলাকায় যুদ্ধের মাঠে ঠেলে দেওয়া হয় তাঁদের।
Loading...
কালের কণ্ঠের হাতে থাকা নথিপত্রের মধ্যে বেশির ভাগই ইউরোপের যাত্রী ছিলেন। কিন্তু তাঁরা আটকে গেছেন রাশিয়ায়। যুদ্ধের মাঠে এক অনিশ্চিত জীবন এখন।
তবে চারজনের সঙ্গে চুক্তি হয় রাশিয়ায় মালি বা বাবুর্চির কাজ দেওয়া হবে। রাশিয়ার ক্ষেত্রে সাত থেকে আট লাখ টাকা নেওয়া হয়। তবে ইউরোপ গমনেচ্ছু ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় ১৫ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত।
রাশিয়া গমনেচ্ছুদের চুক্তিপত্র ঘেঁটে দেখা যায়, সেখানে স্পষ্ট লেখা থাকে, রাশিয়ায় কোনো যুদ্ধক্ষেত্রে তাঁদের পাঠানো যাবে না।
Loading...
অনুসন্ধানে কালের কণ্ঠের হাতে আসে ভুক্তভোগী এক যুদ্ধদাসের বোর্ডিং পাস। ফ্লাই দুবাইয়ের এফজেড ৯৯১ বিমানে সৌদি আরব থেকে প্রথমে দুবাই যান তিনি। পরে রাশিয়ায় নেওয়া হয় তাঁকে। একই ফ্লাইটে বাংলাদেশি আরো পাঁচজনকে নেওয়া হয়।
২০২৪ সালের ২২ ডিসেম্বর এফজেড ৯৯১ বিমান দুবাই থেকে স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। একই দিন স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছায় বিমানটি।
অনুসন্ধানে জানা যায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তারা যাত্রীদের মোবাইল ফোন ও অন্য ইলেকট্রিকসামগ্রী জব্দ করে আইএমইআই নম্বর নিয়ে নেন।
Loading...
পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর দালালচক্রের স্থানীয় রাশিয়ান সদস্য ও বাংলাভাষী সুলতান ভুক্তভোগীদের রিসিভ করেন। সুলতানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
তথ্য মতে, দালালচক্র শুরুতেই পাঁচজনের মধ্যে চারজনকে আলাদা করে ফেলে। এই চারজন হলেন—আকরাম হোসেন, সোহান মিয়া, আরমান মণ্ডল ও জাফর হোসেন। অন্য যাত্রী আমির হামজাকে অন্য একটি দলের সঙ্গে নিয়ে যায় দালালচক্র।
এর মধ্যে দালালচক্রের রাশিয়ান সদস্য তাঁর সঙ্গে থাকা প্রাইভেট কারে করে চারজনকে নিয়ে যান। তাঁদের বিমানবন্দর থেকে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে সেন্ট পিটার্সবার্গের একটি আর্মি ক্যাম্পে নিয়ে যান।
Loading...
সেই ক্যাম্পে অন্যান্য কয়েক শ যুদ্ধদাসের সঙ্গে রাখা হয় তাঁদের। এই ভুক্তভোগীরা তখন সেখানে আরো বেশ কয়েকজন বাংলাদেশিকে দেখতে পান। তবে তাঁদের বিষয়ে কোনো তথ্য তাঁরা দিতে পারেননি।
ভুক্তভোগীরা জানান, সেন্ট পিটার্সবার্গের সেনা ক্যাম্প থেকে প্রায় এক হাজার ৯০০ কিলোমিটার দূরের রোস্তভ অন ডনের একটি ক্যাম্পে নেওয়া হয় তাঁদের। আড়াই দিনের যাত্রায় খেতে দেওয়া হয় মাত্র একবার।
যাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাঁদের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া সম্ভব হয়েছে। ইউরোপের স্বপ্ন দেখা ব্যক্তিরা কিভাবে রাশিয়ায় বিক্রি হয়ে যুদ্ধদাসের জীবন বরণ করে নিয়েছেন, তা সবিস্তারে উঠে এসেছে সবার বক্তব্যে।
Loading...
তাঁদের বক্তব্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলায় মানবপাচারের একটি বড় ধরনের ফাঁদ পেতেছে ড্রিম হোম ট্রাভেলস নামে ঢাকার একটি প্রতিষ্ঠান।
গ্রাম পর্যায় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্তরে তাদের একটি চক্র সক্রিয় রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে প্রায় প্রতিটি পয়েন্টে এই চক্রের সদস্যরা কাজ করছেন। পাচারের রুট সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, প্রাথমিক সমঝোতার পর দিনক্ষণ চূড়ান্ত হয়। এর মধ্যে সম্পন্ন হয়ে যায় আর্থিক লেনদেন। বেশির ভাগ ব্যক্তিকেই বলা হয় পাঠানো হবে ইতালি বা সাইপ্রাস। সৌদি আরবে ওমরাহ ভিসার মধ্য দিয়ে শুরু হয় ইউরোপযাত্রা।
Loading...
তথ্য মতে, সৌদি আরবে ভুক্তভোগীদের এক মাস রাখা হয়। এর মধ্যে রাশিয়ার চক্রের সঙ্গে বেচাকেনার সমঝোতা হয়ে যায়। আকাশপথে রাশিয়ায় পাঠাতে তাঁদের জন্য এক মাস মেয়াদি ভ্রমণ ভিসা ইস্যু করা হয়।
তখনো ভুক্তভোগীরা জানতে পারেন না কী নির্মমতা অপেক্ষা করছে তাঁদের সামনে। ওমরাহ শেষে তাঁদের বিমানে করে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে। দুবাই হয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয়।
এর পরই মূলত তাঁদের জীবনে ধেয়ে আসতে শুরু করে অনিশ্চিত অন্ধকার। বিমানবন্দর থেকে দেড় ঘণ্টার সড়কপথে ট্যাক্সিতে করে তাঁদের নেওয়া হয় ক্যাম্পে।
Loading...
ভুক্তভোগীদের বয়ানে জানা গেছে, ক্যাম্পে নেওয়ার পর ধীরে ধীরে তাঁদের কাছে সব কিছু স্পষ্ট হতে থাকে। ক্যাম্পে নেওয়ার বিষয়ে জানতে চাইলে দালালচক্র তাঁদের জানায়, তাঁদের কেবল আত্মরক্ষার কৌশল রপ্ত করানো হবে।
কিন্তু এক থেকে দেড় মাস সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের। এরপর সড়কপথে বাসে করে নেওয়া হয় রোস্তভ অন ডন এলাকায়। এখানে পৌঁছাতে অন্তত আড়াই দিন লাগে। সেখান থেকে বিভিন্ন এলাকায় যুদ্ধের মাঠে ঠেলে দেওয়া হয় তাঁদের।
কালের কণ্ঠের হাতে থাকা নথিপত্রের মধ্যে বেশির ভাগই ইউরোপের যাত্রী ছিলেন। কিন্তু তাঁরা আটকে গেছেন রাশিয়ায়। যুদ্ধের মাঠে এক অনিশ্চিত জীবন এখন। তবে চারজনের সঙ্গে চুক্তি হয় রাশিয়ায় মালি বা বাবুর্চির কাজ দেওয়া হবে। রাশিয়ার ক্ষেত্রে সাত থেকে আট লাখ টাকা নেওয়া হয়।
Loading...
তবে ইউরোপ গমনেচ্ছু ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয় ১৫ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত। রাশিয়া গমনেচ্ছুদের চুক্তিপত্র ঘেঁটে দেখা যায়, সেখানে স্পষ্ট লেখা থাকে, রাশিয়ায় কোনো যুদ্ধক্ষেত্রে তাঁদের পাঠানো যাবে না।
অনুসন্ধানে কালের কণ্ঠের হাতে আসে ভুক্তভোগী এক যুদ্ধদাসের বোর্ডিং পাস। ফ্লাই দুবাইয়ের এফজেড ৯৯১ বিমানে সৌদি আরব থেকে প্রথমে দুবাই যান তিনি। পরে রাশিয়ায় নেওয়া হয় তাঁকে। একই ফ্লাইটে বাংলাদেশি আরো পাঁচজনকে নেওয়া হয়।
২০২৪ সালের ২২ ডিসেম্বর এফজেড ৯৯১ বিমান দুবাই থেকে স্থানীয় সময় ৫টা ৪৫ মিনিটে উড্ডয়ন করে। একই দিন স্থানীয় সময় রাত ১১টা ২৫ মিনিটে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছায় বিমানটি।
Loading...
অনুসন্ধানে জানা যায়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তারা যাত্রীদের মোবাইল ফোন ও অন্য ইলেকট্রিকসামগ্রী জব্দ করে আইএমইআই নম্বর নিয়ে নেন।
পাশাপাশি বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার পর দালালচক্রের স্থানীয় রাশিয়ান সদস্য ও বাংলাভাষী সুলতান ভুক্তভোগীদের রিসিভ করেন। সুলতানের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া সম্ভব হয়নি।
তথ্য মতে, দালালচক্র শুরুতেই পাঁচজনের মধ্যে চারজনকে আলাদা করে ফেলে। এই চারজন হলেন—আকরাম হোসেন, সোহান মিয়া, আরমান মণ্ডল ও জাফর হোসেন। অন্য যাত্রী আমির হামজাকে অন্য একটি দলের সঙ্গে নিয়ে যায় দালালচক্র।
Loading...
এর মধ্যে দালালচক্রের রাশিয়ান সদস্য তাঁর সঙ্গে থাকা প্রাইভেট কারে করে চারজনকে নিয়ে যান। তাঁদের বিমানবন্দর থেকে প্রায় দেড় ঘণ্টার দূরত্বে সেন্ট পিটার্সবার্গের একটি আর্মি ক্যাম্পে নিয়ে যান।
সেই ক্যাম্পে অন্যান্য কয়েক শ যুদ্ধদাসের সঙ্গে রাখা হয় তাঁদের। এই ভুক্তভোগীরা তখন সেখানে আরো বেশ কয়েকজন বাংলাদেশিকে দেখতে পান। তবে তাঁদের বিষয়ে কোনো তথ্য তাঁরা দিতে পারেননি।
Loading...
ভুক্তভোগীরা জানান, সেন্ট পিটার্সবার্গের সেনা ক্যাম্প থেকে প্রায় এক হাজার ৯০০ কিলোমিটার দূরের রোস্তভ অন ডনের একটি ক্যাম্পে নেওয়া হয় তাঁদের। আড়াই দিনের যাত্রায় খেতে দেওয়া হয় মাত্র একবার।
আপনি যদি কাতার প্রবাসী হয়ে থাকেন, তবে আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ খবর
কাতারে উরিদুর পক্ষ থেকে পবিত্র রমজানে ফ্রি উমরাহ আদায়ের সুযোগ
কাতারে আইডি ছাড়া ইমিগ্রেশনে ইগেট ব্যবহার করা যাবে যে অ্যাপ দিয়ে
কাতার থেকে দেশে টাকা পাঠিয়ে জিতে নিন ২,৫০০ রিয়াল পুরস্কার
মাত্র ১০% অগ্রীম পেমেন্ট করে কাতার এয়ারওয়েজের ঈদ অফার নিয়ে নিন
আরও পড়ুন
Loading...
