শিগগিরই শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট, যা জানা গেলো

Loading...

শিগগিরই শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট, যা জানা গেলো

আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হবে। ফলে দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এ উদ্যোগ।

Loading...

আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা-করাচি-লাহোর সরাসরি ফ্লাইট শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে এক বৈঠকে তিনি এ কথা জানান।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্যা ডন- এর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে বাংলাদেশি হাইকমিশনার বলেন, এই ঘোষণা একটি উল্লেখযোগ্য অগ্রগতি, যা দুই দেশের মধ্যে সংযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করবে। এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য আরও সহজ করতে ঢাকা, করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও খুব শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন তিনি।

Loading...

এ সময় পাকিস্তানের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করতে বাংলাদেশের প্রতিশ্রুতি এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশের ভিসা পাওয়ার সহজ প্রক্রিয়ার কথা তুলে ধরেন ইকবাল হোসেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

বাংলাদেশি এই কর্মকর্তা উভয় দেশকে যৌথ উদ্যোগ ও শিল্প সহযোগিতা অন্বেষণের জন্য উৎসাহিত করেন, যা দ্বিপাক্ষিক সুবিধা সর্বাধিক করবে। তিনি বলেন, উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে স্বাক্ষর করার ব্যাপক সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা তুলে ধরে।

Loading...

বৈঠকের অংশগ্রহণকারীরা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের সরাসরি ফ্লাইট এই অংশীদারিত্বকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

আরও খবর

ডেইলি সান রিপোর্ট

Loading...

Loading