কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে ২৯ হাজার টাকা জরিমানা

Loading...

কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে ২৯ হাজার টাকা জরিমানা

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার দুর্ঘটনার কারণ। এবার এ ধরনের দুর্ঘটনা এড়াতে নতুন ব্যবস্থা নিল কুয়েত সরকার। ড্রাইভিং এর সময় মোবাইল ব্যবহার করলে হবে বড় জরিমানা।

Loading...

দেশটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, আগামী ২২ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন এ বিধান। এতে বলা হয়, গাড়ি চালানোর সময় কেউ মোবাইল ব্যবহার করলে ৭৫ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ২৯ হাজার ৬৮০ টাকা) জরিমানা হবে। খবর গালফ নিউজ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বিভাগটি বলছে, সড়কের নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে এ আইন করা হয়েছে।

আইনে আরও বলা হয়, যদি কেউ এ আইন ভঙ্গ করে আদালতে যান তবে জরিমানার পরিমাণ দেড়শ থেকে তিনশ দিনার পর্যন্ত অথবা তিন মাসের জেল হতে পারে অথবা দুই দণ্ডেই দণ্ডিত হতে পারেন।

Loading...

দেশটির ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা এ ব্যাপারে বলেন, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করলে মনোযোগ সরে যায়। এতে দুর্ঘটনার শঙ্কা বেড়ে যায়। এসব শাস্তির বিধান করা হয়েছে দুর্ঘটনা কমানোর জন্য।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

কুয়েতের ট্রাফিক বিভাগ সবসময় ড্রাইভারদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়ে থাকে।

আরও খবর

Jugantor

Loading...

Loading