ইসরায়েলি সংস্থার নজরদারিতে ১০০ সাংবাদিক, সতর্ক করল হোয়াটসঅ্যাপ
Loading...
ইসরায়েলি সংস্থার নজরদারিতে ১০০ সাংবাদিক, সতর্ক করল হোয়াটসঅ্যাপ
ইসরায়েলি প্রযুক্তি সংস্থা প্যারাগন সলিউশনস ‘গ্রাফাইট’ নামের স্পাইওয়্যার ব্যবহার করে প্রায় ১০০ জন সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তির ওপর নজরদারি চালিয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
Loading...
মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপের একজন কর্মকর্তা জানিয়েছেন, কিছু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ডিভাইসের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে তাদের সতর্ক করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
হ্যাকিং বিশেষজ্ঞরা বলছেন, এটি একটি ‘জিরো-ক্লিক’ আক্রমণ, যার ফলে ব্যবহারকারীদের কোনো ক্ষতিকর লিংকে ক্লিক করার প্রয়োজন হয়নি। পেগাসাস স্পাইওয়্যারের মতোই এটি আক্রান্ত ডিভাইসগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারে এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ, যেমন হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের বার্তাগুলো পর্যন্ত পড়তে পারে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক করেছে, তবে তাদের পরিচয় বা অবস্থান প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য গার্ডিয়ানকে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তারা প্রায় নিশ্চিত যে, উল্লেখিত ব্যবহারকারীদের লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং অ্যাকাউন্টগুলো ‘সম্ভবত আক্রান্ত’ হয়েছে।
Loading...
তবে প্যারাগন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
রয়টার্সকে সিটিজেন ল্যাবের গবেষক জন স্কট-রেলটন বলেন, ‘প্যারাগন স্পাইওয়্যার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করার এই বিষয়টি স্মরণ করিয়ে দেয় যে, ভাড়া করা স্পাইওয়্যার অব্যাহতভাবে বিস্তার লাভ করছে এবং এটি যেমন বাড়ছে, তেমনি আমরা সমস্যাযুক্ত ব্যবহারের পরিচিত ধরনগুলো দেখতে পাচ্ছি।’
সরকারি গ্রাহকদের কাছে উচ্চমানের নজরদারি সফটওয়্যার বিক্রি করে প্যারাগন। তারা সাধারণত তাদের সেবাগুলো অপরাধ দমন এবং জাতীয় নিরাপত্তা রক্ষা করার জন্য অপরিহার্য হিসেবে প্রচার করে থাকে।
অনুরূপ স্পাই টুলগুলো ব্যবহারকারীদের অজান্তে মোবাইল ডিভাইসগুলোতে দূরবর্তী অ্যাকসেসের সুযোগ দেয়। সাংবাদিক, অধিকারকর্মী এবং অন্তত ৫০ জন মার্কিন কর্মকর্তার ফোনে এই দুর্বলতা আবিষ্কৃত হয়েছে, যা স্পাইওয়্যার প্রযুক্তির অযাচিত বিস্তার সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে।
সম্প্রতি কয়েকটি প্রতিবেদনে জানা গেছে যে, অধিকারকর্মী, সাংবাদিক, এমনকি রাষ্ট্রপ্রধানদের ওপর নজরদারি করতে ইসরায়েলি তৈরি পেগাসাস স্পাইওয়্যার বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ব্যবহার করছে।
প্যারাগন সহপ্রতিষ্ঠা করেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বরাক। এটি ২০২৪ সালে ৯০০ মিলিয়ন ডলারে মার্কিন প্রাইভেট ইকুইটি ফার্ম ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্সের কাছে বিক্রি হয়।
Loading...
অ্যাকসেস নাউয়ের সিনিয়র টেক লিগ্যাল কাউন্সিল নাতালিয়া ক্রাপিভা বলেন, ‘প্যারাগনের আগে একটি বেশি দায়িত্বশীল স্পাইওয়্যার কোম্পানি হিসেবে পরিচিত। তবে হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক প্রতিবেদনগুলো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
তিনি আরও বলেন, ‘এটি শুধু কিছু খারাপ উদাহরণের ব্যাপার নয়। এ ধরনের অপব্যবহার বাণিজ্যিক স্পাইওয়্যার শিল্পের একটি স্বাভাবিক অংশ।’
আরও খবর
Loading...