কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী হাফেজের মৃত্যু
Loading...

সড়ক দুর্ঘটনায় কাতারপ্রবাসী গফরগাঁওয়ের হাফেজের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর (৫৮) নামে এক প্রবাসী হাফেজের মৃত্যু হয়েছে।
নিহত হাফেজ জাহাঙ্গীর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবান শাহার ছেলে। তিনি দীঘিরপাড় দেওবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব।
Loading...
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ আদায় করে দুপুর ২টার দিকে বাসায় ফেরার পথে কাতারের দোহা হাইওয়েতে পেছন দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
এতে জাহাঙ্গীর মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহা হামাদ মেডিক্যাল সিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টায় তিনি মারা যান।
Loading...
নিহতের বড় ভাই মাওলানা কামাল উদ্দিন জানান, হাফেজ জাহাঙ্গীর দীর্ঘ ১২ বছর ধরে কাতারে অবস্থান করছেন।
সেখানে তিনি একটি মসজিদের খাদেম হিসেবে নিয়োজিত ছিলেন। নিহতের লাশ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত জাহাঙ্গীর স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসন্তানের জনক।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আরও খবর
Loading...
