মধ্যপ্রাচ্য প্রবাসীকে নারী পাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড
Loading...

মধ্যপ্রাচ্য প্রবাসীকে নারী পাচার মামলায় ১০ বছরের কারাদণ্ড
এক সন্তানের জননীকে বিদেশে পাচার করে শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করার অভিযোগে মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী কবির মৃধাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল।
এই মামলায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা ভুক্তভোগী নারীকে প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিচারক মো. সোহেল আহমেদে এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে এক সন্তানকে নিয়ে স্বামীর সাথে বনিবনা না হওয়ার পর নারীটি তার পিত্রালয়ে এসে কাজের সন্ধান করেন।
তখন ওমান প্রবাসী কবির মৃধা তাকে হাউজিং ভিসায় ওমান নেয়ার প্রস্তাব দেন এবং এর জন্য গৃহবধুর কাছ থেকে ১ লাখ টাকা নেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
২০১৯ সালের ১৪ ডিসেম্বর, কবির মৃধা ওই নারীকে ওমান নিয়ে যান, সেখানে তাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান।
এরপর ওই নারী তার বোনকে বিষয়টি জানালে, বোন তাকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করেন। তবে ফেরত পাঠানোর জন্য আরও আড়াই লাখ টাকা দাবি করা হয় এবং এক লাখ দশ হাজার টাকা নেয়।
পরবর্তীতে ২০২০ সালের ৩ ডিসেম্বর, বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হয় এবং ২০২২ সালের ৩১ মার্চ মামলায় চারজনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে ওমান প্রবাসী কবির মৃধাকে দণ্ডিত করা হয়, যদিও রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
Loading...
আরও পড়ুন
Loading...
