কুয়েতে ভিক্ষা করায় চার বিদেশি নারী গ্রেফতার
Loading...

কুয়েতে ভিক্ষা করায় চার বিদেশি নারী গ্রেফতার
কুয়েতে ভিক্ষা করায় চার বিদেশি নারীকে গ্রেফতার করা হয়েছে। এখন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
খবরে বলা হয়, কুয়েতের ফারওয়ানিয়া ও জাহরা এলাকায় ভিক্ষারত ওই চার বিদেশি নারীকে গ্রেফতার করে গোয়েন্দা কর্মকর্তারা। তারা কোন দেশের নাগরিক তা উল্লেখ্য করা হয়নি। তবে তাদের দুটি আরব দেশের নাগরিকত্ব রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
Loading...
কুয়েত নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভিক্ষাবৃত্তি রোধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ওই চার নারীকে কুয়েত থেকে নির্বাসনের লক্ষ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।
সূত্র আরও জানিয়েছে, ওই চার নারীর পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। কারণ স্থানীয় পৃষ্ঠপোষকদের তত্ত্বাবধানে তারা আইন লঙ্ঘন করেছেন।
মুলত কুয়েতে বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসায় নিষেধাজ্ঞা থাকলেও অন্য দেশের জন্য খুবই সহজলভ্য। সেই সুযোগটি কাজে লাগিয়ে রমজান মাসে কুয়েতে এসে কতিপয় দেশের নাগরিক ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়েন।
কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পুর্ন নিষেধ। ভিক্ষাবৃত্তির কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। জনসাধারণকে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করার জন্য এই ধরনের ঘটনার তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানানো হয়েছে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
আরও পড়ুন
Loading...
