বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

Loading...

বাংলাদেশসহ ১৪ দেশের ভিসা স্থগিত করল সৌদি আরব

সৌদি আরব চলতি বছরের মাঝামাঝি অর্থাৎ, হজযাত্রার মৌসুম শেষ না হওয়া পর্যন্ত, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসা ইস্যু করা স্থগিত করেছে। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

ভিসা ইস্যু স্থগিত হওয়া অন্য দেশগুলো হলো— আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসা ইস্যু করার শেষ তারিখ নির্ধারণ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজ শেষ না হওয়া পর্যন্ত উল্লেখিত দেশগুলোর নাগরিকদের এ ধরনের নতুন ভিসা দেওয়া হবে না।

হজের সময় অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা উদ্বেগ মোকাবিলা করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ, ভারত এবং তালিকাভুক্ত অন্যান্য কিছু দেশের মানুষ ওমরাহ বা ভিজিট ভিসায় সৌদি আরবে প্রবেশ করে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে নিবন্ধন না করে হজ পালনের জন্য অতিরিক্ত সময় অবস্থান করে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এই পদ্ধতিটি সৌদি আরবের কোটা পদ্ধতির বাইরের বিষয়। যেখানে কোটার আওতায় হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি দেশকে নির্দিষ্ট স্লট বরাদ্দ দেওয়া হয়।

২০২৪ সালে হজের সময় ১ হাজার ২০০ জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়। এর জন্য অতিরিক্ত ভিড় এবং তীব্র তাপকে দায়ী করেছে সৌদি কর্তৃপক্ষ। অননুমোদিত হজযাত্রীদের প্রায়শই আবাসন, পরিবহন এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক সুবিধাগুলোতে প্রবেশাধিকার থাকে না, যা নিরাপত্তা ঝুঁকি এবং লজিস্টিক সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে। কর্মকর্তারা যুক্তি দেন, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে ভিসা নিয়ম কঠোর করা অপরিহার্য।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অনুসারে, এই পদক্ষেপটি একটি নিরাপদ এবং আরও ভালোভাবে হজযাত্রা নিশ্চিত করার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে কূটনৈতিক উদ্বেগের কোনো সম্পর্ক নেই। প্রতিবেদন অনুসারে, কূটনৈতিক ভিসা, রেসিডেন্সি পারমিট এবং হজ-নির্দিষ্ট ভিসা অপরিবর্তিত থাকায় নিবন্ধিত হজযাত্রীরা তাঁদের পরিকল্পনা অনুযায়ী যেতে পারবেন।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

যারা অনুমোদন ছাড়া হজ পালন করবেন বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করবেন, তাঁরা পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারেন বলেন সৌদি কর্তৃপক্ষ সতর্ক করেছে।

মিশরের ট্যুরিজম কোম্পানিগুলোর সমিতির সদস্য বাসিল আল সিসির এক টেলিভিশন সাক্ষাৎকারকে উদ্ধৃত করে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আগের হজ মৌসুমের অভিজ্ঞতার ভিত্তিতে এই সিদ্ধান্ত এসেছে।

স্বল্পমেয়াদি বা হজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন ভিসা ব্যবহার করে অনেকের হজ করার তথ্য তুলে ধরে তিনি বলেন, গত বছর সৃষ্ট সংকটের জন্য দায়ী দেশগুলোকে চিহ্নিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

Loading...

এদিকে ওমরাহ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনাও হালনাগাদ করেছে সৌদি আরব। নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি বছর জিলহজ মাসের ১৪ তারিখ থেকে শাওয়াল মাসের ১ তারিখ পর্যন্ত উমরাহ ভিসা ইস্যু করা হবে।

১৪ জিলহজ থেকে ১৫ শাওয়াল পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে সকল যাত্রীকে জিলকদ মাসের ১ তারিখের মধ্যে দেশত্যাগ করতে হবে।

ধর্মীয় ভ্রমণের জন্য সঠিক ভিসা নেওয়ার গুরুত্ব তুলে ধরে ভিসা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বরাবর দিয়ে আসছে সৌদি সরকার।

এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনির্দিষ্টকালের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা সাময়িকভাবে স্থগিত করে সৌদি আরব। ওই সময় উল্লেখিত ১৪টি দেশ থেকে ভ্রমণকারীদের জন্য ৩০ দিনের জন্য বৈধ সিঙ্গেল-এন্ট্রি ভিসা সীমিত করে।

Loading...

বর্তমান স্থগিত সেই নীতিকে আরও জোরদার করল। এতে ৪–৯ জুন অনুষ্ঠেয় হজের আগে প্রবেশাধিকার আরও সীমিত করে দেওয়া হলো। এই পদক্ষেপকে হজযাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণ এবং সরকারি হজ নিয়ম মেনে চলা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

কিছু নাগরিক অননুমোদিত হজ পালনের জন্য ভিসার অপব্যবহার করার তথ্যপ্রমাণ থাকায় অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশও এই তালিকায় রয়েছে।

আরও খবর

আজকের পত্রিকা

Loading...

Loading