প্রবাসীদের জন্য সুখবর দিলেন প্রধান উপদেষ্টা!
Loading...

প্রবাসীদের জন্য সুখবর দিলেন প্রধান উপদেষ্টা!
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রবাসীদের জন্য একাধিক সুখবর দেন। তিনি বলেন, “আমি জাতির পক্ষ থেকে সকল রেমিটেন্স যোদ্ধাকে কৃতজ্ঞতা জানাই।”
প্রধান উপদেষ্টা জানান, প্রবাসীদের সরকারি সেবা পেতে যেসব ভোগান্তি পোহাতে হয়, তা দূর করতে সরকার উদ্যোগ নিচ্ছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের বসবাসরত শহরগুলোতে বেসরকারি উদ্যোগে নাগরিক সেবা কেন্দ্র স্থাপন করা হবে। এসব কেন্দ্র থেকে প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পাবেন।
তিনি বলেন, “এগুলো কঠিন কাজ, কারণ দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা জটিল করে রাখা হয়েছে। তবে এখন সরকারের ভেতরে সাহসী এবং উদ্যোগী কর্মকর্তাদের সহযোগিতায় আমরা এটি বাস্তবায়নের জন্য বদ্ধপরিকর।”
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল ভয়াবহ অবস্থায়। ১৬ বছরের লাগামহীন লুটপাটে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, তা যুদ্ধবিধ্বস্ত দেশেও বিরল। তবে এখন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়িয়েছে এবং জনগণের আমানত নিরাপদ।
তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভও এখন ইতিবাচক অবস্থানে রয়েছে। বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের অর্থনীতিতে আগ্রহ দেখাচ্ছেন। আগের সরকার রিজার্ভের দুরবস্থার কারণে বিদেশি ব্যবসায়ীদের আয় পাঠাতে দিচ্ছিল না, যা এখন ঠিক করা হয়েছে।
Loading...
চলতি অর্থবছরের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “এই বাজেট জনকল্যাণমূলক এবং মানুষের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এটি আগের বছরের চেয়ে ছোট বাজেট হলেও এতে ভৌত অবকাঠামোর পরিবর্তে সামগ্রিক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে।”
তিনি রপ্তানি ও রেমিটেন্স বৃদ্ধির প্রসঙ্গ টেনে বলেন, “অর্থনীতির দুঃসময়ে প্রবাসীরা এগিয়ে এসেছেন। তাদের পাঠানো রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আরও পড়ুন
- কাতারে আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড পেলেন বিভিন্ন দেশের গুণী ব্যক্তিরা
- নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস
- অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা
- বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
- ১৬ ডিসেম্বর ভারতের বিজয়, নেই বাংলাদেশের নাম
Loading...






