ট্রাম্পের নতুন প্রস্তাবে অস্পষ্টতা আছে, আলোচনা প্রয়োজন: কাতার প্রধানমন্ত্রী
Loading...

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নতুন প্রস্তাবে কিছু অস্পষ্টতা রয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বলেছেন, এই প্রস্তাব বাস্তবায়নের জন্য বেশ কিছু বিষয়ের ওপর আরও আলোচনা প্রয়োজন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
দোহায় আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের মূল উদ্দেশ্য গাজায় যুদ্ধের অবসান ঘটানো হলেও, কিছু ইস্যু পরিষ্কার নয়। তাই এগুলো নিয়ে গঠনমূলক আলোচনার দরকার রয়েছে।”
গত ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি ২০ দফা প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এতে বন্দি ইসরায়েলিদের মুক্তি, হামাসের অস্ত্র সমর্পণসহ বেশ কিছু শর্ত উল্লেখ করা হয়েছে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
প্রস্তাবে ট্রাম্প নিজের নামকে গাজার সরকারপ্রধান হিসেবে এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে সহযোগী হিসেবে প্রস্তাব করেন।
ট্রাম্প দাবি করেন, ইসরায়েল ও আরব নেতারা ইতোমধ্যেই তার পরিকল্পনাকে সমর্থন করেছেন। এখন হামাসকে ৩ থেকে ৪ দিনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। তা না হলে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
কাতারের প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবের কপি মিসর ও কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং প্রতিটি পয়েন্ট ব্যাখ্যা করা হয়েছে। তবে গাজা নিয়ন্ত্রণকারী এই সংগঠনটি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
আল থানি বলেন, “আমরা আশা করি সবাই গঠনমূলকভাবে বিষয়টিকে দেখবে এবং যুদ্ধ শেষ করার সুযোগ কাজে লাগাবে। কাতার আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত।”
আরো পড়ুন
- সংযুক্ত আরব আমিরাতে ভিসা ‘নিষেধাজ্ঞা’: বড় ধাক্কা বাংলাদেশের শ্রমবাজারে
- মার্কিন বিমানঘাঁটিতে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে কাতার
- মসজিদে নববীতে কোরআন শেখার সুযোগ দিচ্ছে সৌদি আরব
- ফ্লাইটের চাকার ভেতরে শিয়াল, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা
- বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩২ বিলিয়ন ডলার
Loading...
