শাহ আমানতে ফিরছে ফ্লাই দুবাই, ফ্লাইট বাড়িয়েছে সালাম এয়ার

Loading...

এক বছর বিরতির পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফিরছে ফ্লাই দুবাই। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই বিমানসংস্থা আগামী ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে—সপ্তাহে সাতটি ফ্লাইট চালু করছে।

এতে দীর্ঘদিন ধরে স্থবির থাকা চট্টগ্রাম রুটে আবারও বাড়ছে আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা ও যাত্রীচাঞ্চল্য।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

ফ্লাই দুবাই প্রথম ২০১১ সালে চট্টগ্রাম-দুবাই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইটের মাধ্যমে কার্যক্রম শুরু করে। ২০১৮ সালে সাময়িকভাবে বন্ধ হওয়ার পর ২০১৯ সালে ফের চালু হয় রুটটি। তবে যাত্রী সংকটের কারণে ২০২৩ সালের ১ সেপ্টেম্বর থেকে আবারও ফ্লাইট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এবার তারা নতুনভাবে নিয়মিত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে।

এদিকে ওমানভিত্তিক সালাম এয়ারও শাহ আমানতে তাদের ফ্লাইট সংখ্যা দ্বিগুণ করেছে। গত ১৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহে সাতটির পরিবর্তে তারা এখন প্রতিদিন দুটি করে ১৪টি ফ্লাইট পরিচালনা করছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান,

“ফ্লাই দুবাই ২৬ অক্টোবর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট চালাবে। আর সালাম এয়ার বর্তমানে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে। এতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।”

তিনি আরও জানান, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সও চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর আগ্রহ জানিয়েছে, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

একসময় শাহ আমানত বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করত ইতিহাদ এয়ারওয়েজ, থাই এয়ার, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজ, স্পাইস জেট, মালিন্দো এয়ার, টাইগার এয়ারওয়েজসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা। সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই রুট গুটিয়ে নিলেও নতুন করে ফ্লাই দুবাই ও সালাম এয়ারের প্রত্যাবর্তন আবারও এই বিমানবন্দরে আন্তর্জাতিক যোগাযোগ বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রামের পর্যটন, ব্যবসা ও প্রবাসী যোগাযোগের ক্ষেত্রে এই পদক্ষেপ ‘নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে’ বলেও মন্তব্য করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

আরো পড়ুন

Loading...

Loading