প্রবাসীদের ভোট গ্রহণে ৪০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়
Loading...

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া প্রকল্পে প্রায় ৪০ কোটি টাকার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
‘দেশের বাইরে ভোটদান সিস্টেম উন্নয়ন ও বাস্তবায়ন’ শিরোনামে প্রকল্পটি চলতি অর্থবছরে হাতে নেয় ইসি। গত সেপ্টেম্বরে কমিশন প্রকল্পের জন্য তহবিল চেয়ে আবেদন করলে ১২ অক্টোবর অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে বরাদ্দপত্র জারি করে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার বিদেশে বসবাসরত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে।
প্রাথমিকভাবে সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও যুক্তরাজ্যে পরীক্ষামূলকভাবে ভোট গ্রহণের পরিকল্পনা করেছে কমিশন। ভোটাররা অনলাইনে নিবন্ধন করে নির্ধারিত দিনে দূতাবাসভিত্তিক বুথে গিয়ে পাসপোর্ট ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে ভোট দিতে পারবেন।
ইসির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত প্রায় ১৩ কোটি এনআইডি ইস্যু করা হয়েছে। তবে কতজন প্রবাসী ভোটার বিদেশে আছেন এবং কোন দেশে বসবাস করছেন, তার হালনাগাদ তথ্য নেই। বর্তমানে ব্যবহৃত পোস্টাল ব্যালট ভোটিং ব্যবস্থা কার্যকর নয় বলে কমিশন জানিয়েছে, কারণ সময়মতো ভোট আদান–প্রদান প্রায় অসম্ভব হয়ে পড়ে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী, ইসি পোস্টাল ভোটিং, অনলাইন ইন্টারনেট ভোটিং এবং প্রক্সি ভোটিং—এই তিনটি পদ্ধতি পর্যালোচনায় রেখেছে।
বিদেশে এনআইডি সেবা সম্প্রসারণ
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত ১১টি দেশে এনআইডি সেবা চালু হয়েছে এবং আগামী নির্বাচনের আগে আরও ৮টি দেশে চালুর প্রস্তুতি চলছে। প্রবাসীদের জন্য বিশেষ নিবন্ধন অ্যাপ অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও ওয়াশিংটনে নিবন্ধন কার্যক্রম চলছে, শিগগিরই মিয়ামি ও লস অ্যাঞ্জেলেসেও শুরু হবে। এছাড়া ওমান, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ ও জর্ডানে কারিগরি দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইসি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা
ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসীদের ভোট গ্রহণে সরকার প্রতি ভোটে প্রায় ৭০০ টাকা ব্যয় করবে। তবে পোস্টাল ব্যালটে নিবন্ধন ও ভোটদানের হার বিশ্বব্যাপী খুবই কম—ভারতে চার কোটি প্রবাসীর মধ্যে মাত্র ১ লাখ ১৯ হাজার নিবন্ধন করেছেন এবং ভোট দিয়েছেন মাত্র ২ হাজার ৯০০ জন।
তিনি বলেন, “পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা এবং সময়মতো ভোট ফেরত আসা—এই দুটি বড় চ্যালেঞ্জ।” এছাড়া বিদেশে ভোট শুরুর পর যদি কোনো আসনে প্রার্থী তালিকা আদালতের আদেশে পরিবর্তিত হয়, তবে সেই আসনের প্রবাসী ভোট বাতিল হয়ে যাবে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরেই তফসিল ঘোষণা করা হতে পারে এবং রোজার আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্ট: শীর্ষে সিঙ্গাপুর, তলানিতে আফগানিস্তান
- দেশে ফিরল সন্দ্বীপের সাত প্রবাসীর লাশ, একসঙ্গে জানাজা
- প্রবাসীদের ভোট গ্রহণে ৪০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল অর্থ মন্ত্রণালয়
- ভাগ্য পরিবর্তনের আশায় গিয়ে লাশ মিলল মরুভূমিতে
- দোহায় বসছে পাকিস্তান-তালেবান বৈঠক, মধ্যস্থতায় কাতার
Loading...
