কাতারপ্রবাসী চট্টগ্রামের যুবককে হত্যার অভিযোগ

Loading...

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আসিফ মুহাম্মদ সায়েম নামে এক বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় দিবাগত রাতে কাতারে তার বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

নিহত আসিফ বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের দক্ষিণ গন্ডামারার বাসিন্দা মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে। মৃত্যুর খবর পৌঁছানোর পর নিহতের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের বাবা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, “আমার ছেলেকে বিদেশে—ওমানে—হত্যা করা হয়েছে। অনেক দেনা করে চার বছর আগে ওকে বিদেশে পাঠিয়েছিলাম। সংসারে একমাত্র উপার্জনকারী ছিল সে। আজ ভোরে এলাকার কিছু প্রবাসী ফোন করে জানিয়েছে, আমার ছেলেকে তার রুমমেট হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “ঘটনার খবর আমরা পেয়েছি। সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও কাতারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হবে।”

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

নিহত আসিফের মৃত্যুর ঘটনায় স্থানীয় এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

আরো পড়ুন

Loading...

Loading