কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা?
Loading...

কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা?
বিশ্ববাজারে টানা কয়েকদিন ধরে বেড়ে চলেছে মূল্যবান ধাতু সোনার দাম। চলতি বছরের মাঝামাঝি সময়ে স্বর্ণের দামে অস্বাভাবিক উচ্ছ্বাস দেখা যায়, যা এখনো স্থিতিশীল হয়নি।
সোনা দীর্ঘদিন ধরেই নিরাপদ সম্পদ হিসেবে বিবেচিত হওয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোও তাদের রিজার্ভে সোনা সংরক্ষণ করে থাকে। এটি মুদ্রাস্ফীতি ও ভূ-রাজনৈতিক ঝুঁকির বিরুদ্ধে কার্যকর সুরক্ষা প্রদান করে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ-তথ্যভিত্তিক আন্তর্জাতিক ওয়েবসাইট বুলিয়ানভল্ট জানাচ্ছে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে।
দেশটির রিজার্ভে বর্তমানে রয়েছে ৮ হাজার ১৩৩.৫ টন সোনা। এই বিপুল পরিমাণ সোনার বড় অংশ সংরক্ষিত আছে ফোর্ট নক্স এবং নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে। বর্তমান বাজারদরে এসব সোনার মূল্য ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ইউরোপের দেশগুলো শীর্ষ অবস্থানে
যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের কয়েকটি দেশ—
- জার্মানি: ৩,৩৫১.৬ টন
- ইতালি: ২,৪৫১.৯ টন
- ফ্রান্স: ২,৪৩৭ টন
- সুইজারল্যান্ড: ১,০৩৯.৯ টন
এই সোনাগুলোর বড় অংশ ব্রেটন উডস চুক্তির (১৯৪০–১৯৭০) সময়কার, যখন যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক মুদ্রা ব্যবস্থায় সোনাই ছিল সবচেয়ে বড় ভিত্তি।
এশিয়ায় এগিয়ে চীন
এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে চীনের কাছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রিজার্ভ বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে চীন তাদের রিজার্ভে যোগ করেছে ৩৩১ টন সোনা। সব মিলিয়ে বেইজিংয়ের মোট সোনা এখন ২,২৭৯.৬ টন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
ভারত, জাপান ও তুরস্ক
বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি ভারতও সোনার রিজার্ভে এগিয়ে আছে। দেশটির কাছে আছে ৮৭৬.২ টন সোনা।
জাপানের রিজার্ভ ৮৪৬ টন, আর তুরস্কের রয়েছে ৫৯৫.৪ টন।
মধ্যপ্রাচ্যে সবচেয়ে এগিয়ে সৌদি আরব
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোনা ধরে রেখেছে সৌদি আরব— ৩২৩.১ টন।
Loading...
বাংলাদেশের অবস্থান
জুলাই ২০২৫ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কাছে রয়েছে ২.৬১১ টন সোনা, যা বিশ্ব রিজার্ভ তালিকার তুলনায় খুবই কম হলেও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরো পড়ুন
- আকাশপথে স্টারলিংক: রেকর্ড গড়ল কাতার এয়ারওয়েজ
- গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি ডেনমার্কের
- আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল
- ট্রাম্পকে ‘ফেরাউন’ আখ্যা দিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন পোস্ট খামেনির
- যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, আহত ৫
Loading...






