শেষ সময়ের দুই গোলে বার্সেলোনার জয়
Loading...

শেষ সময়ের দুই গোলে বার্সেলোনার জয়
টানা জয়ের মধ্যে থাকা বার্সেলোনাকে প্রায় রুখেই দিয়েছিল এস্পানিওল। বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোলের দেখাই মিলছিল না। তবে নির্ধারিত সময়ের শেষ চার মিনিট আগে ডেডলক ভাঙেন দানি ওলমো। শেষ দিকে আরও এক গোল করেন রবার্ট লেভানদোভস্কি। তাতে স্বস্তির তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হান্সি ফ্লিকের দল।
শনিবার রাতে লা লিগার খেলায় এস্পানিওলের মাঠে আতিথেয়তা নেয় বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জেতে অতিথিরা। বছরের প্রথম ম্যাচটা রাঙানোর সঙ্গে সঙ্গে লা লিগায় টানা ৯ ম্যাচে অপরাজিত থাকলো কাতালুনিয়ারা।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরেকটু পোক্ত করল বার্সেলোনা। ১৯ খেলায় ১৬ জয়, এক ড্র এবং দুই পরাজয়ে তাদের পয়েন্ট ৪৯। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আজ রাতে রিয়াল বেতিসকে আতিথেয়তা জানাবে মাদ্রিদের জায়ান্টরা। ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে তালিকার পাঁচে এস্পানিওল।
এদিন নিজেদের মাঠে এস্পানিওল ২০ মিনিটে প্রথম ভালো সুযোগ পায়। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন রবার্তো ফের্নান্দেস। তবে গোলকিপার গার্সিয়াকে একা পেয়েও পারেননি তিনি। ২৮ মিনিটে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে শট নেন লামিনে ইয়ামাল, দূরের পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায় বল।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
৩৭ রাফিনিয়ার ফ্রি-কিকে বক্সে লাফিয়ে উঠেও ঠিক মতো হেড নিতে পারেননি ফেররান তোরেস। ২ মিনিট পর দুর্দান্ত সেভে বার্সেলোনাকে বাঁচান গার্সিয়া। এই অর্ধের যোগ করা সময়ে ইয়ামালের শট ঠেকান এস্পানিওলের গোলকিপার মার্কো দিমিত্রোভিচ।
বিরতির পর ফিরে সুযোগ তৈরি করে এস্পানিওল। তবে ৬৪ মিনিটে এস্পানিওল স্ট্রাইকার ফের্নান্দেসকে দারুণ দক্ষতায় আটকান বার্সেলোনা গোলকিপার গার্সিয়া।
Loading...
৭১ মিনিটে সুযোগ হাতছাড়া করে বার্সেলোনা। গোলমুখের সামনে থেকে এরিক গার্সিয়ার শট হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন এস্পানিওল গোলকিপার। পরের মিনিটে ইয়ামালের আরেকটি প্রচেষ্টায় ঠিকমতো শট নিতে পারেননি পেদ্রি।
অবশেষে ৮৬ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। ফের্মিন লোপেসের পাস বক্সের বাইরে পেয়ে জোরাল শটে দূরের পোস্টের ওপরের কোণা দিয়ে জালে পাঠান ওলমো। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে সব অনিশ্চয়তা দূর করেন লেভানদোভস্কি।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






