ওমানের জাতীয় দিবস আজ (১৮ নভেম্বর বুধবার)। এ উপলক্ষে ওমানের সুলতান হাইছাম বিন তারেক এক সুলতানি ফরমানে ওমানের বিভিন্ন কারাগারে আটক ৩৯০ জন বন্দীকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন।
এই বন্দীরা বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিলেন। এখন সুলতানের ক্ষমা পাওয়ায় তারা খুব শিগগিরই মুক্ত হবেন।
ওমানের বার্তা সংস্থা জানিয়েছে, ক্ষমাপ্রাপ্ত ৩৯০ বন্দীর মধ্যে ১৫০ জন বিদেশি বন্দী রয়েছেন। এঁরাও নানা অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছিলেন।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com