কাতারের অন্যতম পরিবহন কোম্পানি মাওসালাত (কারওয়া) ২০২০ সালের শেষে জাতীয় অভিযানের অংশ হিসাবে কর্মীদের জন্য সাধারণ কোভিড -১৯ টিকা শুরু করেছে।
করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে কোম্পানিটি প্রতিদিনের সতর্কতা ব্যবস্থার অংশ হিসাবে এই কার্যক্রম শুরু করে।
কারওয়া কোম্পানির ট্যাক্সিচালকরা কাতারে আগত অতিথিদেরকে হামাদ বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন হোটেলগুলোতে পৌঁছে দেয়।
কাতারের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে কাতারের অন্যান্য সব বাস ও ট্যাক্সিচালকদেরকে তাই করোনার টিকা দেওয়া হচ্ছে।
মাওসালাতের পরিচালক ডাঃ এমাদ বাহলৌল বলেন, কারওয়ার কর্মচারী এবং কাতারের জনগণের নিরাপত্তাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে থাকি আমরা।
আমাদের চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি সুবিধাসহ একটি মেডিকেল সেন্টার, আইসোলেশন কক্ষ, একটি ফার্মেসী, প্রাথমিক চিকিৎসা ইউনিট এবং পেশাদার চিকিৎসক কর্মী সবসময় কর্মরত রয়েছে।
কাতারের আরও খবর পড়তে এখানে ক্লিক করুন
সবার আগে কাতারের আপডেট পেতে এখানে ক্লিক করে লাইক দিন
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com