যমজ দুই সন্তানকে ভিডিও কলে রেখে প্রবাসীর ‘আত্মহত্যা’

Loading...

যমজ দুই সন্তানকে ভিডিও কলে রেখে প্রবাসীর ‘আত্মহত্যা’

“সবশেষে আমাদের দুই ভাইকে মোবাইল ফোনে চুমু দিয়ে বললেন, তোমাদের ভাসিয়ে দিয়ে গেলাম।”

সৌদিপ্রবাসী খোকন হাওলাদার মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন দুই ছেলে আব্দুল করিম শান্ত ও আব্দুল রহিম শাওনের সঙ্গে। কিছু বুঝে ওঠার আগেই সন্তানদের ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে তার পরিবার থেকে দাবি করা হচ্ছে।

Loading...

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে খোকনের স্ত্রী ঝুমুর বেগমের ছোট বোন নূপুর বেগম জানান।

৪০ বছর বয়সী খোকনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিশ সুবিদখালী গ্রামে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে

খোকনের শ্যালিকা নূপুর কান্নাজড়িত কন্ঠে বলেন, “আমার দুলাভাই আট বছর আগে সৌদি আরবে যান। আমার বোন ঝুমুর তার যমজ দুই সন্তান শান্ত ও শাওনকে নিয়ে বরিশালের আমতলার মোড় পানির ট্যাঙ্কি এলাকায় একটি বাসায় ভাড়া থাকে। ছেলেরা দুজনই বরিশাল বিএম কলেজে একাদশ শ্রেণিতে পড়ছে।

Loading...

“মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে দুলাভাই মোবাইল ফোনে ভিডিও কলে ছেলেদের সঙ্গে কথা বলছিলেন। আমার বোন এ সময় ছেলেদের পাশেই বসেছিল। ছেলেদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে দুলাভাই লুঙ্গি বা গামছা সদৃশ একটি কাপড় দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।”

খোকন কিছুদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। চলতি মাসের ১৩ তারিখ তিনি আবার সৌদি আরবের কর্মস্থলে ফিরে যান বলে জানান নূপুর।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর

খোকনের ছেলে আব্দুল করিম শাওন বলেন, “বাবার সঙ্গে আমাদের প্রতিদিনই কথা হয়। মঙ্গলবার দুপুরে আমরা দুই ভাই পাশাপাশি ছিলাম। বাবা আমাদের বিভিন্ন উপদেশমূলক কথা বলেছেন। আমরা বড় হয়ে কী হতে চাই, তাও জানতে চেয়েছেন।

Loading...

“সবশেষে আমাদের দুই ভাইকে মোবাইল ফোনে চুমু দিয়ে বললেন, তোমাদের ভাসিয়ে দিয়ে গেলাম। এরপরই তার ঘরের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করলেন। আমরা কিছুই করতে পারলাম না।”

আরেক ছেলে আব্দুল করিম শান্ত বলেন, “আমাদের জানামতে মায়ের সঙ্গেও বাবার ঝগড়াঝাটি হয়নি।”
খোকনের স্ত্রী ঝুমুর বেগম বলেন, “আমার সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না।

সকালেও তার সঙ্গে আমার কথা হয়েছে। স্বামীর মুখ শেষবারের মত দেখার জন্য তার লাশ দেশে আনার জন্য সরকারের কাছে অনুরোধ জানাই।”

Loading...

মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীর হা্ওলাদার জানান, তারা এ বিষয়ে এখনও কোনো তথ্য পাননি।

বরিশাল কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানও বলেছেন, এ ধরনের কোনো তথ্য তার জানা নেই।

bdnews24

Loading...

Loading