মালদ্বীপে নেপালীর ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি আহত

Loading...

মালদ্বীপে নেপালীর ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি আহত

মালদ্বীপে নেপালী যুবকের ছুরিকাঘাতে মো. রাহিজ মিয়া (৫০) নামের এক প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত রাহিজ বর্তমানে মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন।

Loading...

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মালদ্বীপের রাজধানী শহর মালের মাভিয়া মাগুর থাসিরু ক্যাফেতে স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন মালদ্বীপের পুলিশ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

গুরুতর আহত প্রবাসী বাংলাদেশির মো. রাহিজ মিয়ার দেশের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও মালদ্বীপ পুলিশের তথ্য মতে, থাসিরু ক্যাফের রাঁধুনী বাংলাদেশি রাহিজের সঙ্গে তার সহকারী হিসেবে কাজ করতেন এক নেপালী যুবক। কোনো এক বিষয় নিয়ে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে ক্যাফের রান্নাঘরে থাকা ছুরি দিয়ে রাহিজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন তিনি।

এসময় দু’জনই ফ্লোরে লুটিয়ে পড়ে আহত হন এবং ওই অবস্থায় দু’জনকে উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Loading...

বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হাসপাতালে প্রবাসী ভাইকে দেখতে গিয়েও দেখা হয়নি। কারণ তার অবস্থা আশঙ্কাজনক এবং অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রাখা হয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বললে তিনিও প্রতিবেদককে একই কথায় জানান।

Loading...

বর্তমানে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে প্রাসঙ্গিক তথ্য-প্রমাণও সংগ্রহ করে তারা।

আরও খবর

চ্যানেল আই অনলাইন

Loading...

Loading