সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন

Loading...

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন তানিম নামে কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন।৩ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন তানিম কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের প্রয়াত তোফায়েল আহমেদের ছেলে। গেলো বছয় দুয়েক আগে তানিম সৌদি আরবে যান। সেখানে আবাহ শহরে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

Loading...

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত তানিমের ভগ্নিপতি চক্ষু চিকিৎসক মোঃ জাকির হোসেন। তিনি জানান সৌদি আরবে মর্মান্তিক দুর্ঘটনায় তানিম মৃত্যুবরণ করেছেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তানিমের বড় বোন আসমা আক্তার মিটি জানান, গতকাল সোমবার রাতে সৌদি আরব থেকে ফোনে তানিমের সহকর্মীরা জানায় আবাহ শহর থেকে সাইট দেখতে যাওয়ার সময় তাদের বহন করা গাড়িটি সড়ক দূর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে তানিম মারা মারা যায়।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

তানিমের স্ত্রী ও তিন বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে৷

Loading...

সৌদি পুলিশ সূত্রে জানা যায়, সৌদির আবাহ শহর থেকে সাইট দেখতে একটি প্রাইভেটকারে রওনা হন। পথে আরেকটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে তানিম ও প্রাইভেটকার চালক নিহত হয়। হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যায়। এ ঘটনায় সৌদি আরবের দুই বাসিন্দা ও বাঙালি দুজন মারা যায়।

আরও খবর

Daily Comillar Kagoj

Loading...

Loading