কাতারে প্রবাসীদের জন্য মেগা কনসার্ট মাতাবেন জনপ্রিয় শিল্পীরা

Loading...

৩১ মার্চ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেগা লাইভ মিউজিক্যাল কনসার্ট। ঈদ উপলক্ষে প্রবাসীদের জন্য আয়োজনটি করছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে স্যান্ড সিটি সার্ভিসেস।

আয়োজনটি সফল করতে ৪ মার্চ একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সানসিটি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুল আলম।

Loading...

কনসার্টটিতে গান গাইবেন শিল্পী মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আরেফিন রুমি, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, প্রমুখ। শান্তা জাহানের উপস্থাপনায় কনসার্টটিতে হাজির থাকবেন অপু বিশ্বাস ও ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জিয়াউল পলাশ।

কাতারের শিল্পাঞ্চল সানাইয়ায় এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে এই কনসার্টের গেট খোলা হবে বিকেল ৫টায়। শো শুরু হবে সন্ধ্যা ৭টায়।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

অনুষ্ঠানের প্রধান আয়োজক সানসিটি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর এম সাইফুল আলম গালফ বাংলাকে জানান, প্রবাসীেরা দেশ ও পরিবার থেকে দূরে থাকেন। তাদের ঈদ যেন আনন্দের হয়, সেজন্য এই বিনোদনের ব্যবস্থা। সাম্প্রতিক সময়ে এটিই কাতারে অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। আমি কাতারে সব শ্রেণি ও পেশার প্রবাসীদেরকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

অনুষ্ঠানের জন্য তিন ধরণের টিকেট বিক্রি হচ্ছে। সিলভার শ্রেণির টিকেট ৪০ রিয়াল, গোল্ড ৯০ রিয়াল এবং ভিভিআইপি ২০০ রিয়াল।

টিকেট কেনা যাবে অনলাইনে। আগ্রহীরা ক্লিক করুন এখানে

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আরও পড়ুন

Loading...

Loading