এখন থেকে যাদেরকে ৫ বছরের মাল্টিপল ভ্রমণ ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত

এখন থেকে যাদেরকে ৫ বছরের মাল্টিপল ভ্রমণ ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত
পাকিস্তানিরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের জন্য পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা পাবেন।
মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এই ঘোষণা দেন।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
তিনি বলেন, বিদ্যমান সমস্যার সমাধান হয়েছে। এখন থেকে পাকিস্তানের নাগরিকরা পাঁচ বছরের জন্য মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাবেন।
দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স ওয়েবসাইট অনুসারে, সংযুক্ত আরব আমিরাত পাঁচ বছরের জন্য মাল্টিপল-এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করে। ভিসাটি ইস্যুর তারিখ থেকে একজন ব্যক্তিকে দেশের অভ্যন্তরে কোনও গ্যারান্টর বা হোস্ট ছাড়াই সংযুক্ত আরব আমিরাতে একাধিকবার ভ্রমণের সুযোগ দেয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গভর্নর হাউসে আরব আমিরাতের রাষ্ট্রদূত হামাদ ওবায়েদ ইব্রাহিম সালেম আল জাবি এবং সিন্ধুর গভর্নর কামরান খান তেসোরির মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে আমিরাতের রাষ্ট্রদূত এ কথা জানান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জাবি বলেন, “ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছে। পাকিস্তানিরা এখন থেকে পাঁচ বছরের ভিসা পেতে পারেন।”
এসময় তিনি গভর্নরকে করাচি কনস্যুলেটের ভিসা সেন্টার পরিদর্শনের জন্যও আমন্ত্রণ জানান।
কামরান খান তেসোরি সিন্ধু প্রদেশে বিশেষ করে করাচিতে তার দেশের বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিককে ধন্যবাদ জানান। রাষ্ট্রদূত গভর্নরের উদ্যোগে চলমান প্রকল্পগুলোর প্রশংসা করেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সম্প্রতি অপরাধ এবং ভিক্ষাবৃত্তির মতো বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সেদেশে ভ্রমণরত পাকিস্তানিদের উপর নজরদারি বাড়িয়েছে। গত বছরের ২৩ ডিসেম্বর একটি সিনেট প্যানেলকে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা সকল পাকিস্তানির পুলিশি যাচাই-বাছাই প্রয়োজন। এই বিষয়ে ট্রাভেল এজেন্টদেরও নির্দেশ দেওয়া হয়।
এছাড়া চলতি বছরের ৯ জানুয়ারি বিদেশি পাকিস্তানি এবং মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত সিনেটের স্থায়ী কমিটিকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণকারী পাকিস্তানিদের জন্য ‘ওয়ার্ক ভিসার ওপর কোনও বিধিনিষেধ নেই’। আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের ভিসা ‘অনানুষ্ঠানিকভাবে বন্ধ’ করা হয়েছে। কেননা, আমিরাত সরকারের আপত্তি ছিল যে, ভিজিট ভিসায় গিয়ে পাকিস্তানিরা সেদেশে ভিক্ষাবৃত্তি করে।
অন্যদিকে, গত বছরের নভেম্বরে জিও নিউজের সঙ্গে সাক্ষাৎকারে করাচিতে নিযুক্ত আরব আমিরাতের কনসাল-জেনারেল ড. বাখীত আতিক আলরেমিথি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক কার্যকলাপের কারণে পাকিস্তানিরা ভিসা প্রত্যাখ্যানের সম্মুখীন হতে পারেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
আলরেমিথি আরও বলেন, আরব আমিরাতে কিছু পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের আচরণ সম্পর্কে অভিযোগ পাওয়া গেছে, বিশেষ করে টিকটকের মতো প্ল্যাটফর্মে। এর ফলে আরব আমিরাত সরকার অসন্তোষ প্রকাশ করেছে এবং ভিসা নিয়মকানুন কঠোর করেছে, যা পাকিস্তানি ভ্রমণকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
আরও খবর
