শাকিব খানের ৬ লুকের রহস্য কী?

Loading...

শাকিব খানের ৬ লুকের রহস্য কী?

বর্তমানে মেগাস্টার শাকিব খানকে ঘিরে আলোচনার শেষ নেই। তিনি যা করছেন, সেটাই মুহূর্তে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের একাধিক নতুন লুক ঝড় তুলেছে। বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে কখনও নায়ক, কখনও পাইলট, আবার কখনও তীরন্দাজ রূপে দেখা যাচ্ছে— আর এসব লুক ঘিরেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়েছে জল্পনা-কল্পনা।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

অনেকেই মনে করেছিলেন, এগুলো হয়তো শাকিবের নতুন কোনো সিনেমার চরিত্র। কিন্তু বাস্তবতা ভিন্ন। এবার জনপ্রিয় প্রসাধনী ব্র্যান্ড মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান।

এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে তার বৃদ্ধ প্রফেসর এবং কাজীর লুক— যা ইতিমধ্যেই নেটিজেনদের বিশেষ মনোযোগ কাড়ছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

Loading...

মাত্র দেড় মিনিটের এই বিজ্ঞাপনে শাকিব খানের ছয় রূপ একে একে দর্শকদের চমকে দিয়েছে। বিজ্ঞাপনের একেবারে শেষে দেখা গেছে তার আসন্ন সিনেমা ‘সোলজার’– এর লুকও।

বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক আদনান আল রাজীব। তার নির্দেশনায় শাকিব খান বিজ্ঞাপনে যে বহুমাত্রিক রূপে হাজির হয়েছেন, তা ভক্তদের নতুনভাবে উচ্ছ্বসিত করেছে।

ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে

Loading...

আরো পড়ুন

Loading...

Loading