এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
Loading...

এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে গত এক সপ্তাহে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ১৯ হাজার ৭৯০ জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৪৮ জনকে ইতোমধ্যে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ওকাজের বরাতে জানানো হয়, ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত যৌথ তল্লাশি অভিযানে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়।
অভিযানে মোট ১২ হাজার ২৫২টি আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৩৮৪টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ৩ হাজার ১৫৪টি শ্রম আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, আটক মোট ২১ হাজার ৮০৫ জন ব্যক্তিকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। ৫ হাজার ৩৭০ জনের ভ্রমণের টিকিট সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে মোট ৩১ হাজার ২৯২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৯ হাজার ৪১০ জন পুরুষ এবং ১ হাজার ৮৮২ জন নারী।
সীমান্ত-সংক্রান্ত অপরাধে প্রায় এক হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছিল।
আটককৃতদের মধ্যে প্রায় ৪৫ শতাংশ ইয়েমেনের, ৫৪ শতাংশ ইথিওপিয়ার এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, আরও ৪৯ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আটক করা হয়েছে।
অভিযানে ১৫ জনকে আটক করা হয়েছে যারা অবৈধ অভিবাসীদের পরিবহণ, আশ্রয় প্রদান বা অবৈধভাবে চাকরি দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






