প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাটস অফ বিডি'র ব্যানারে প্রকাশিত হচ্ছে সংগীতশিল্পী সরেন চৌধুরী’র নতুন অফিশিয়াল মিউজিক ভিডিও ‘অন্য তুমি’।
গানটির কথা ও সুর করেছেন সরেন চৌধুরী নিজেই এবং সংগীত পরিচালনা করেছেন সাজিদ খান সাজ্জাদ।
রাজধানী দোহার মনোরম লোকেশনে চিত্রায়তি গানটির চিত্রগ্রাহক ও ভিডিওটি পরিচালনা করেছেন আশিকুর রাহমান।
নতুন এই মিউজিক ভিডিওটিতে মডেল ও অভিনয় করেছেন কাতারের বসবাসরত প্রবাসী অভিনেতা রবিন খান ও অর্পনা গোমেস।
নতুন ভিডিও গান প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান জানান, ‘এই গানটি রক মেলোডি ধারার রোমান্টিক গান।
গানের কথা ও সুরে একটা অন্যরকম মায়া আছে। আশা করছি সেই মায়াটা দর্শক-শ্রোতাদের ছুঁয়ে যাবে।’
পরিচালক আশিকুর রাহমান আরো জানান খুব শিগগিরই ইউটিউবে গানটি রিলিজ হবে। এর বাইরে আরো নতুন কিছু চমক নিয়ে হাজির হয়ে তারা বাংলাদেশি প্রবাসীদের বিনোদন দিতে।
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com