প্রবাসীদের জন্য ভিডিও কলে ডাক্তার দেখানোর বিশেষ সুযোগ
Loading...
গ্রামীণ ডিজিটাল হেলথের সঙ্গে ‘আমি প্রবাসী’র উদ্যোগ
গ্রামীণ ডিজিটাল হেলথ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অফ বিজনেস অপারেশন জনাব আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে সম্প্রতি চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথ-এর সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট এন্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান মিজবা।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
এছাড়াও উপস্থিত ছিলেন আমি প্রবাসী প্ল্যাটফর্মের হেড অফ প্রোডাক্ট জনাব মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড জনাব মো. সাইফ-উল-আলম এবং সিনিয়র ইঞ্জিনিয়ার আবু শাহাদাৎ মো. সায়েম।
Loading...
গ্রামীণ ডিজিটাল হেলথ একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবা চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং ডাক্তারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন।
উল্লেখ্য যে গ্রামীণ ডিজিটাল হেলথ মূলত গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি অঙ্গসংস্থান। গ্রামীণ ডিজিটাল হেলথ-এর সঙ্গে সংযোজনের ফলে আমি প্রবাসীর ব্যবহারকারীগণ এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে ডাক্তার দেখাতে পারবেন।
Loading...
গ্রামীণ ডিজিটাল হেলথের মাধ্যমে, প্রবাসী কর্মীরা এখন অনলাইনে দ্রুত এবং সাশ্রয়ী মূল্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সুখী অ্যাপে সকল ডাক্তার এবং বিশেষজ্ঞ বাংলাদেশি হওয়ায় প্রবাসী কর্মীগণ প্রবাসে থেকেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসনে ক্ষমতায়ন। ইতিমধ্যে প্রায় ৬০ লক্ষ অভিবাসন প্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২২০০টির অধিক বৈধ রিক্রুটিং এজেন্সি।
অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।
Loading...
Loading...