ছুরিকাঘাতে প্রাণ গেল নববিবাহিত প্রবাসফেরত যুবকের
Loading...

ছুরিকাঘাতে প্রাণ গেল নববিবাহিত প্রবাসফেরত যুবকের
সাত দিন আগে বিয়ে হয় সৌদি আরবপ্রবাসী যুবক সোহান আহমদের (২৩)। ছুরিকাঘাতে নিহত হয়েছেন এই যুবক।
গতকাল সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তে অবস্থিত ইনাতগঞ্জ বাজারে প্রতিপক্ষের হামলায় প্রাণ হারান সোহান আহমদ। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
কাতারের সব আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে
Loading...
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। হত্যাকাণ্ডের স্থান জগন্নাথপুর থানা এলাকায়।
নিহত সোহান ইনাতগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার ছেলে। আহতরা হলেন, সোহানের চাচাতো দুই ভাই নুর আলমের ছেলে মোসাদ্দেক আলম (২৪) ও আবু সায়েদের ছেলে শহীদুল্লা (২৫)। আহতদের মধ্যে মোসাদ্দেকের অবস্থা সংকটাপন্ন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসেন সোহান আহমদ। এক সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল তাঁর।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নুরকাছ ও তাঁর সহযোগীদের সঙ্গে সোহানের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে সোহানের ওপর হামলা চালান তাঁরা। দৌড়ে পালানোর চেষ্টা করেন সোহান। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে দেখুন চাকরির খবর
Loading...
ইনাতগঞ্জ বাজারের গলিতে ফেলে প্রকাশ্যে নুরকাছ ও তাঁর সহযোগীরা ধারালো ছুরি দিয়ে সোহানকে একাধিক জখম করেন। এ সময় সোহানকে বাঁচাতে মোসাদ্দেক ও শহীদুল্লা এগিয়ে এলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়।
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও নিহত সোহানের চাচা মাসুদ আহমেদ জিহাদী জানান, গুরুতর অবস্থায় সোহান ও মোসাদ্দেককে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদুল্লাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়।
Loading...
তিনি বলেন, ‘আমার ভাতিজাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এলাকায় নানা অপকর্মে জড়িত। প্রতিনিয়ত তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। আগের একাধিকবার অপরাধ কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততা রয়েছে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে আসে সোহান, তার স্বপ্ন ছিল বিয়ে করে স্ত্রীসহ যুক্তরাজ্যে যাবে, এ জন্য গত এক সপ্তাহ আগে পাঞ্জারাই গ্রামে বিয়ে করে। কিন্তু তার স্বপ্ন আর সত্যি হলো না।’
Loading...
ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন বলেন, সোহানের বাসার সামনে নুরকাছ ও তাঁর এক সহযোগীর মধ্যে পাওনা টাকা নিয়ে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে সোহান ঘটনাস্থলে গিয়ে নুরকাছকে বলেন, তাঁর বাসার সামনে যেন কোনো ঝামেলা না করেন তাঁরা। এতে সোহানের ওপর ক্ষিপ্ত হন নুরকাছ ও তাঁর সহযোগীরা। একপর্যায়ে সোহানের ওপর তাঁরা হামলা চালান।
Loading...
