ভারতে আটক বাংলাদেশি পর্নস্টার: মা-বাবা কাতার প্রবাসী

Loading...

ভারতে আটক বাংলাদেশি পর্নস্টার: মা-বাবা কাতার প্রবাসী

দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে থাকার অভিযোগে বাংলাদেশের পর্নস্টার রিয়া বোরদে-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্রের ঠাণের হিল লাইন থানা এলাকার উল্লাসনগর থেকে রিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের বিভিন্ন পত্রিকায় জানানো হয়েছে, রিয়া ওরফে আরোহী বোরদে জাল নথি নিয়ে ভারতে বসবাস করছিলেন। জাল নথি দেখিয়ে ভারতের পাসপোর্টও জোগাড় করেন ওই পর্ন স্টার।

Loading...

ভারত পুলিশের দাবি, রিয়া এবং তাঁর পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তাঁরা সবাই ভুয়া নামে মহারাষ্ট্রে মুম্বাইয়ের অদূরেই বাস করতেন। ৫০ কিমি দূরে উল্লাসনগরে হিল লাইনে গোটা পরিবার নিয়েই থাকা শুরু করেছিলেন রিয়া।

কাতারে নতুন চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

হিল লাইন থানার পুলিশ জানায়, রিয়া যে আসলে বাংলাদেশি, তা প্রথমে জানিয়েছিলেন তাঁর বন্ধু প্রশান্ত মিশ্র। মিথ্যা এবং ভুয়া তথ্য দিয়ে রিয়া ও তাঁর পরিবার মহারাষ্ট্রে রয়েছেন।

সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুলিশ এসে বাংলাদেশের এই পর্ন তারকাকে গ্রেফতার করে।

Loading...

পুলিশি তদন্তে জানা যায়, অমরাবতীর অরবিন্দ বোরদে রিয়াদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। এই অরবিন্দকেই বিয়ে করেন রিয়ার মা।

রিয়া এবং তাঁর পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে।

জানা গেছে, বাংলাদেশের ব্লু ফিল্মের খ্যাতনামা অভিনেত্রী হলেন রিয়া বারদে। যদিও তিনি আরোহি বারদে, বান্না শেখ ইত্যাদি নামেও পরিচিত অ্যাডাল্ট ফিল্ম দুনিয়ায়।

গালফ বাংলা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন এখানে ক্লিক করে

তাঁর কাছে জাল পাসপোর্ট পাওয়া গেছে, যদিও সেটা তৎক্ষণাৎ পুলিশের তরফে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। রিয়ার মা-বাবা এখন কাতারে থাকেন।

Loading...

রিয়ার বিরুদ্ধে ৪২০, ৪৬৫, ৪৬৮, ৪৭৯, ৩৪ এবং ১৪ এ আইপিসি ধারায় মামলা রুজু করা হয়েছে। পর্ন তারকার থেকে যে সমস্ত কাগজ, নথিপত্র উদ্ধার করা হয়েছে সেগুলো খতিয়ে দেখছে পুলিশ।

হিল লাইন পুলিশ ওই পর্ন স্টারের পাশাপাশি আরও চারজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন

Loading...

Loading