কাতার সরকারের বিশেষ সহযোগিতায় ৩০ কোটি টাকার টুর্নামেন্টে সিদ্দিকুর

Loading...

কাতার সরকারের বিশেষ সহযোগিতায় ৩০ কোটি টাকার টুর্নামেন্টে সিদ্দিকুর

বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুর গলফে তার অংশ নেওয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কারণ কাতার সরকারের ভিসা নীতি। বাংলাদেশিদের দেশটিতে যাওয়ার ওপরে নিষেধাজ্ঞা আছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

বুধবার থেকে কাতারের রাজধানী দোহায় শুরু হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল সিরিজ। আগের দিন সিদ্দিকুর পেলেন সুসংবাদ, প্রায় ৩০ কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টে খেলতে পারবেন তিনি।

Loading...

গত অক্টোবরে সিদ্দিকুর এসজিএম ম্যাকাও ওপেনে খেলার সময়েই কাতারের এই প্রতিযোগিতায় নাম নিবন্ধনের জন্য আবেদন করেন। কিন্তু কাতার সরকারের ইমিগ্রেশন বিভাগ থেকে তাকে বাংলাদেশে যোগাযোগ করতে বলা হয়।

সিদ্দিকুর পরে বাংলাদেশের পররাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও আশানুরূপ সাড়া পাননি। শেষ পর্যন্ত তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাতার ক্রীড়া মন্ত্রণালয়।

দেশটির সরকারের বিশেষ সহযোগিতায় দোহায় গলফ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন তিনি। দেশের একটি গণমাধ্যমকে সিদ্দিকুর বলেন, ‘আমি কাতারের ভিসা পেয়েছি। শেষ মুহূর্তে কাতারের ক্রীড়া মন্ত্রণালয় থেকে আমাকে একটি লিঙ্ক পাঠিয়েছিল ভিসা ফরম পূরণের।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

এটা পূরণ করার পর আমাকে বিশেষ বিবেচনায় কাতারের ভিসা দেওয়া হয়েছে। আশা করি আগামীকাল থেকে আমি এই টুর্নামেন্টে খেলতে পারবো।’

বাংলা ট্রিবিউন

Loading...

Loading