যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ধর্মীয় কর্মীদের ইবি-৪ ভিসা

Loading...

যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে ধর্মীয় কর্মীদের ইবি-৪ ভিসা

যুক্তরাষ্ট্রে ইমাম, পুরোহিত, প্যাস্টর, মোয়াজ্জিন, কাউন্সেলর ও অনুবাদকদের জন্য ইবি-৪ ভিসার মেয়াদ শেষ হচ্ছে ১৪ মার্চ। এর মধ্যে যদি তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারেন বা ভিসার স্ট্যাটাস অন্য কোনো প্রোগ্রামে পরিবর্তন করতে না পারেন, তাহলে ভবিষ্যতে আর যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে অভিজ্ঞ ইমাম, পুরোহিত, প্যাস্টর, মোয়াজ্জিনসহ প্রয়োজনীয় কর্মীদের জন্য ইবি-৪ ভিসা চালু হয়েছিল কয়েক দশক আগে। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেনের নির্ধারিত সময়সীমা বাড়ানোর ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন।

Loading...

এই ভিসা পাওয়ার অর্থ হলো- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডসহ প্রবেশের সুযোগ পাওয়া। তবে এর শর্ত হিসেবে সংশ্লিষ্ট স্পন্সরকারী উপাসনালয়ে অন্তত দুই বছর কাজ করতে হয়। প্রতি বছর সর্বোচ্চ ৫,০০০ জন ধর্মীয় কর্মী এই ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, যার মধ্যে বাংলাদেশিদের সংখ্যাও উল্লেখযোগ্য।

ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রসারে এই ভিসার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও ট্রাম্প প্রশাসন এটি অব্যাহত রাখতে আগ্রহী নয়। ৩ মার্চ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে, এই প্রোগ্রাম বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে মার্কিন অভিবাসন সংস্থা ইউএসসিআইএস ধর্মীয় কর্মীদের ১৩ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের পরামর্শ দিয়েছে।

কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

Loading...

আরও পড়ুন

বিডিপ্রতিদিন

Loading...

Loading