কাতারে কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। বরং সব মসজিদ বন্ধ থাকবে। মসজিদগুলোতে জুমার নামাজ ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কাতার ওয়াকফ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার দুপুরে এই সিদ্ধান্ত জানিয়েছে।
কেবলমাত্র জাতীয় মসজিদ জামে মুহাম্মদ বিন আব্দুল ওহাবে ৪০ জন মুসল্লির উপস্থিতিতে জুমা ও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
তবে এই ৪০ জনের জামাতে কেবলমাত্র মসজিদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত থাকবেন। বাইরের কেউ তাতে অংশ নিতে পারবে না।
খুতবা ও নামাজ টেলিভিশনে সম্প্রচার করা হবে। তবে কোনোভাবেই টেলিভিশন দেখে ইমামের অনুকরণ করা যাবে না।
করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র মসজিদগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাতার ওয়াকফ মন্ত্রণালয়।
আজ রাত থেকে এহতেরাজ অ্যাপ ছাড়া কাতারে ঘরের বাইরে যাওয়া নিষেধ
যেভাবে কাতার প্রবাসীরা নিজেদের মোবাইলে এহতেরাজ অ্যাপ ব্যবহার করবেন
কাতারে ২৪ মে থেকে বন্ধ সব ব্যাংক ও এক্সচেঞ্জ
গালফবাংলায় প্রকাশিত যে কোনো খবর কপি করা অনৈতিক কাজ। এটি করা থেকে বিরত থাকুন। গালফবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।
খবর বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: editorgulfbangla@gmail.com